ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা থেরেসা মের

ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা থেরেসা মের

শেয়ার করুন

45
বিশ্বসংবাদ ডেস্ক :

আগামী ৮ জুন ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে দেয়া ভাষণে থেরেসা মে বলেন, ইউরোপিয় ইউনিয়নের কারণে যুক্তরাজ্যের এখন স্থিতিশীল ও শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, দেশ ঐক্যবদ্ধ হলেও ওয়েস্টমিনিস্টার এক হতে পারছে না।

অন্য দলগুলো রাজনৈতিক খেলা খেলছে এ অভিযোগ করে মে বলেন, এতে ব্রেক্সিটের সাফল্য হুমকির মুখে পড়বে। আর ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। আর এর ফলে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার মুখে পড়বে দেশ।

দ্রুত সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণই দেশের ভবিষ্যত নির্ধারণ করবে। ব্রিটেনে বর্তমান সংসদের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। তাই আগাম নির্বাচন করতে হলে পার্লামেন্টের অনুমোদন দরকার। ফলে বুধবার প্রস্তাবিত এই নির্বাচনের বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে ভোট হবে।