বাজেটের পর চট্টগ্রাম বাজারে বেড়ে গেছে চালের দাম

বাজেটের পর চট্টগ্রাম বাজারে বেড়ে গেছে চালের দাম

শেয়ার করুন

চাল riceচট্টগ্রাম প্রতিনিধি :

চাল আমদানিতে বাজেটে আবারো ২৮ শতাংশ শুল্ক ঘোষণার খবরেই চট্টগ্রামের বাজারে বেড়ে গেছে চালের দাম। রকমভেদে বস্তা প্রতি দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। শুল্কহার বাড়ানোর ঘোষণাকে অজুহাত করে, সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করলে ঈদের পর চালের বাজার আবারো অস্থির হতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের।

কৃষকের স্বার্থ রক্ষায় সরকার চাল আমদানিতে আবারো ২৮ শতাংশ শুল্ক নির্ধারণ করতে যাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে কৃষকদের স্বার্থ রক্ষা করতে এ সিদ্ধান্ত নিলেও, শুল্কহার বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন চাল ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, প্রস্তাবিত এ শুল্কহার কার্যকর হলে চালের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্যবসায়ী নেতারা মনে করেন, অসাধু কারসাজি চলবে কৃষক পর্যায় পর্যন্ত। কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে, সিন্ডিকেট ব্যবসায়ীরা আবারো চালের বাজার অস্থির করে তুলবে। ফলে, বাজেটে কৃষক বাঁচানোর উদ্যোগ আদতে সফল হবে না। এরই মধ্যে, তেমন ইঙ্গিতই মেলেছে দেশের বৃহৎ চালের বাজারগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ ও পাহাড়তলী চালের বাজারে। বাজেট ঘোষণার পরপরই আমদানি করা চালের পাশাপাশি বেড়ে গেছে দেশি কিছু চালের দামও।

শুল্ক বাড়ানোর প্রভাব বাজারে পড়বেই। ব্যবসায়ী নেতারা আরো বলছেন, সরবরাহের কৃত্রিম সংকট দেখিয়েও সিন্ডিকেট ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে ফেলতে পারে। ফলে, ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।