‘পোশাক শিল্পে পরিবেশ কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক নয়’

‘পোশাক শিল্পে পরিবেশ কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক নয়’

শেয়ার করুন

63545_868afb4f67_longনিজস্ব প্রতিবেদক :

পোশাক শিল্পে শোভন কাজের পরিবেশ কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক নয়। বেশিরভাগ উদ্যোগ শুধু কর্মস্থলের নিরাপত্তা কেন্দ্রিক বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি।

রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে রানা প্লাজা ধসের পর পোশাক খাতের অবস্থা নিয়ে সিপিডির জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা ও সামাজিক নানা কারণে এই খাতে পুরুষের চেয়ে নারীরা এখনো পিছিয়ে।

সাম্প্রতিক সময়ে নারী ও পুরুষ শ্রমিকের মজুরি বৈষম্য কমলেও গ্রেড অনুসারে বেতনের হার উদ্বেগজনক। জরিপের বলা হয়, ৯৭.৫ ভাগ কারখানায় কোনো ট্রেড ইউনিয়ন নেই। যেগুলো আছে, তারাও কার্যত দুর্বল অথবা অকার্যকর।

তবে, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের চেয়ে ঢাকার অনেক পোশাক কারখানার অবস্থার উন্নতি হয়েছে। বেড়েছে ওভেন ও নিট কারখানার উৎপাদনশীলতা। ২২৬টি কারখানা ও ২৩৪৬ জন শ্রমিকের ওপর ২ বছর ধরে জরিপটি করা হয়।