‘জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে সমুচিত জবাব দেয়া হবে’

‘জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে সমুচিত জবাব দেয়া হবে’

শেয়ার করুন

obaidul ওবায়দুল কাদেরনিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে। সকালে গাজীপুরের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্প ও সড়ক পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের কাজে গাফিলতির কারণে সানাউল হক এবং লিয়াকত আলী নামে দুই  প্রকল্প পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেন।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্প  ও সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের কাজে গাফিলতির কারণে সানাউল হক এবং লিয়াকত আলী নামে দুই  প্রকল্প পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেন।