পাইকারি বাজারে চালের দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে

পাইকারি বাজারে চালের দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমলেও তার তেমন প্রভাব নেই খুচরা বাজারে। কোথাও কোথাও বরং বেড়েই চলেছে চালের দাম। ফলে, সাধারণ খেটে খাওয়া মানুষের ভোগান্তি কমছে না।।

ভৈরবের চাল মোকাম, দেশের অন্যতম বড় বাজার। অস্বাভাবিকভাবে এ বাজারে বাড়ছে চালের দাম। অকাল বন্যায় হাওরের বোরো ধান তলিয়ে গেলে, ভৈরব মোকামে চালের দর একদফা বেড়ে যায়। এর রেশ না কাটতেই দেশের উওর-পূর্বাঞ্চলের বন্যার প্রভাবও এসে পড়ে। গত এক মাসে প্রতি কেজি মোটা চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। আর চিকন কিংবা মিনিকেট চালে দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা।

বন্যার প্রভাব তো আছেই। চালের দাম বৃদ্ধির পেছনে অসাধু ব্যবসায়ী চক্রের কারসাজিও রয়েছে। জানালেন এই ব্যবসায়ীরা নিজেরাই।

ঝিনাইদহে পাইকারিও বাজারে চালের দাম কিছুটা কমেছে। তবে তার তেমন প্রভাব পড়েনি খুচরা বাজারে। চাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সরকারি ওএমএস-এর আতপ চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও, এ অঞ্চলে মানুষের এ চাল খাওয়ার অভ্যাস নেই। তাই, ওএমএসের আতপ চাল কোনো উপকারেই আসছে তাদের।

চালের দাম বাড়তি শেরপুরেও। ভারত থেকে চাল আমদানিতে শুল্ক কয়েক দফা কমলেও, তার সুফল মিলছে না এখানকার বাজারে। দ্রুত চালের দাম কমানোর ব্যবস্থা নিতে, সরকার কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।