পরমানু চুক্তি বাতিল করলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে

পরমানু চুক্তি বাতিল করলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে

শেয়ার করুন

59d906eefc7e9322508b4567বিশ্বসংবাদ ডেস্ক :

পরমানু কর্মসূচি নিবৃত্তকরণ চুক্তি বাতিল বা ফিরিয়ে নিলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

শনিবার তেহরান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি বলেন, এই চুক্তির বিষয় ও উপকারিতা ফেরতযোগ্য নয়। ট্রাম্প কেন, কেউই তা ফিরিয়ে নিতে পারবে না। এমনকি বিশ্বে যদি আরো দশ ট্রাম্প তৈরি হয়, তারপরও এই চুক্তি বাতিল বা ফিরিয়ে নেয়ার ক্ষমতা রাখে না।

২০১৫ সালে হওয়া ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে বলা হয়, ইরান তাদের পারমানবিক কর্মসূচি কমিয়ে আনবে, বিনিময়ে দেশটির ওপর থেকে বাণিজ্যিক অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে তা কার্যকরও হয়। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেয়ার পর থেকেই এই চুক্তি বাতিলের হুমকি দিয়ে আসছেন। আগামী ১৫ অক্টোবরের মধ্যে চুক্তিটি পর্যালোচনা করবেন ট্রাম্প। এরপর সিদ্ধান্ত হবে ইরানের সঙ্গে মার্কিন চুক্তি বহাল থাকবে কী না।