তলাবিহীন ঝুড়িতে এখন ৩১ বিলিয়ন ডলার

তলাবিহীন ঝুড়িতে এখন ৩১ বিলিয়ন ডলার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাংলাদেশকে এক সময় বলা হতো তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়িই এখন বিশ্বজুড়ে উন্নয়নের মডেল। যেখানে অনেক সাফল্য। মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাই তৈরি করছে এই অর্থনৈতিক সম্ভাবনা আর নিজস্ব ব্র্যান্ডিং।

কখনও এশিয়ান টাইগার ।  কখনও বা নেক্সট ইলেভেন । আবার কখনও বিশ্বের উঠতি ১০ বাজারের একটি ।  গেলো কয়েক বছর ধরে বাংলাদেশের এমন প্রশংসাই সারাবিশ্বে ।

অবশ্য এমন মূল্যায়নকে উড়িয়ে দেবার সুযোগ নেই। কারণ গরিব দেশ হিসেবে যার ছিল বিশ্ব পরিচয়। দারিদ্র জয়ে সেই বাংলাদেশের মিলেছে বিশ্বস্বীকৃতি। অতি দরিদ্র এখন মাত্র ১২.৯%, আর এক্ষেত্রে পেছনে ভারত পাকিস্তান নেপাল। কিছুদিন আগেও সেই দারিদ্র জয়ের গল্প শুনতে এসেছিলেন বিশ্বব্যাঙ্ক প্রধান।

মানুষের আয় বাড়ছে । মাথাপিছু আয় এখন ১৪৬৬ ডলার । ফলে বিশ্ব দরবারে বদলে গেছে বাংলাদেশের পরিচয়, নিম্ন মধ্যম আয়ের দেশ । এক সময়ের আমদানি নির্ভর দেশটির রপ্তানি ৩৪০০ কোটি ডলার। আর তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে। এমনকি বিশ্বের পরিবেশবান্ধব পোশাক কারখানার তালিকায় শীর্ষ দশে অবস্থান বাংলাদেশের। এক সময়ের তলাবিহীন ঝুড়িতে এখন ৩১ বিলিয়ন ডলারের রিজার্ভ।