নোট বাতিলের পক্ষেই মোদি, ক্ষতিগ্রস্থদের বিশেষ সুবিধা

নোট বাতিলের পক্ষেই মোদি, ক্ষতিগ্রস্থদের বিশেষ সুবিধা

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

নোট বাতিলের পদক্ষেপকে আবারও শুদ্ধি অভিযান বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার রাত ৮টায় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মোদি এ মন্তব্য করেন। ৪৫ মিনিটের ভাষণে তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে দুর্নীতি, কালোবাজারিদের শিক্ষা দিয়েছে সরকার।

মোদি বলেন, কালোটাকার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে ভারত যা করেছে, তা বিশ্বে নজিরবিহীন। নোট বাতিলের সিদ্ধান্তের পর সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। দুঃখপ্রকাশ করে মোদি জানান, সাধারণ মানুষের দুর্ভোগ শেষ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার নোট বাতিলের ৫০ দিনের সময়সীমা শেষ হয়। কিন্তু ভোগান্তি কমেনি। এ পর্যন্ত ১৪ লাখ কোটি রুপি ফেরত পেয়েছে ব্যাংক। আর বাতিল করা নোটের মূল্যমান ছিল ১৫ লাখ কোটি রুপি।

দরিদ্র কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গৃহায়ণ ঋণ সহজ করার ঘোষণা দিয়েছেন মোদি। এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ভাতা সুবিধা দেবে বিজেপি সরকার।