গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধীতা সব শ্রেণীর নাগরিকদের

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধীতা সব শ্রেণীর নাগরিকদের

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধীতা করেছেন ভোক্তা, ব্যবসায়ী, রাজনীতিক ও বিশেষজ্ঞরা।

রোববার সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ২১ পয়সা বাড়িয়ে ৩৬ পয়সা করার প্রস্তাব করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। এরপরই বিভিন্ন পক্ষের জেরার মুখে পড়ে তারা।

এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা স্বীকার করেন, ২০১৪-১৫ অর্থবছরে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৫ পয়সা থাকলেও, ৪’শ কোটি টাকার ওপরে লাভ করে জিটিসিএল। এছাড়া প্রতি বছর তাদের গ্যাস সঞ্চালন প্রবৃদ্ধির হার সাড়ে ৭ শতাংশেরও বেশি। তারপরও দাম বাড়ানোর উদ্যোগ কেন? এ প্রশ্ন তুলে জিটিসিএল কর্মীদের বর্ধিত বেতন ও আনুষাঙ্গিক খরচ মেটাতে, বিকল্প ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন আলোচকরা।

গ্যাসের দাম বাড়লে জনজীবনে দুর্ভোগ নেমে আসার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন হুমকির মুখে পড়বে বলেও মনে করেন তারা। এদিকে, দাম বাড়ানো প্রস্তাব করায়, বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন।