জনমত জরীপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি

জনমত জরীপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে চালানো জনমত জরীপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন।

রোববার ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জনমত জরিপ থেকে এই তথ্য জানা গেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, হিলারির পক্ষে ৫০ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছে। ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশনের আগে চালানো জরিপে ট্রাম্পের চেয়ে মাত্র চার পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি।

পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশনে গত ২৮ জুলাই  নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে মনোনয়ন দেয়া হয়। অন্যদিকে ট্রাম্পকে ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত রিপাবলিকানের জাতীয় কনভেনশনে মনোনয়ন দেয়া হয়। ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশনে দলীয় ঐক্য হিলারির সমর্থনকে আরো জোরালো করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ বিভক্তি এবং ট্রাম্পের নানা বিতর্কিত মন্তব্য তাকে হিলারির চেয়ে অনেকটাই পিছিয়ে দিয়েছে।