বাজেট: ক্ষতিগ্রস্ত হবে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান

বাজেট: ক্ষতিগ্রস্ত হবে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এমনটাই অভিযোগ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন-আইএসপিএবির নেতারা। তারা বলছেন, বাজেটে ঘোষণা হওয়ার পর এরই মধ্যে বাড়ছে ইন্টারনেট সেবায় প্রয়োজনীয় যন্ত্রপাতির দাম।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ৪০ লাখ প্রতিষ্ঠান বা বসতবাড়িতে বৈধ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। এর বাইরে প্রায় সমপরিমাণ ইন্টারনেট সংযোগ রয়েছে স্থানীয়ভাবে পাড়া মহল্লায় গড়ে উঠা আইএসপি লাইসেন্স বিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে। সব মিলিয়ে শহুরে নাগরিকদের একটি বড়ো অংশ এখন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়াতে দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো জরুরী। তবে বিগত কয়েক বছর ধরে বর্তমান সরকারের বাজেটের চিত্র বলছে উল্টো কথা। আন্তর্জাতিক টেরেসস্ট্রিয়াল অপারেটর এবং সাবমেরিন ক্যাবল কোম্পানির থেকে এই ইন্টারনেট সাধারণ গ্রাহকদের কাছে পৌছুতে ধাপে ধাপে মোট ১০১ শতাংশ ভ্যাট ও বিটিআরসির রেভিনিউ শেয়ার কেটে রাখছে সরকার।

এবার বাজেটে শুল্ক হার আরো বাড়ানোয় ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযোগে জরুরী বেশ কিছু প্রযুক্তি পণ্যের দামও বেড়ে যেতে পারে। এর উপর ১৫ শতাংশ ভ্যাটতো আছেই।