দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি রেমিটেন্সে ভাটা

দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি রেমিটেন্সে ভাটা

শেয়ার করুন

newsshobshomoycomjpg_2015-07-02_16-03-34

নিজস্ব প্রতিবেদক :

দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি প্রবাসী রেমিটেন্স। তবে প্রবাসীদের পাঠানো অর্থে ভাটা দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসাব। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে, গত বছরের একই সময়ের চেয়ে প্রবাসীদের পাঠানো অর্থ কম এসেছে প্রায় ১৮ শতাংশ। গত আগস্ট মাসের চেয়ে তা কমেছে ১২ শতাংশ। তবে বাড়ছে অবৈধ পথে হুন্ডি লেনদেন।

রিজার্ভ চুরির পর থেকেই বাংলাদেশ ব্যাংকের শনির দশা যেন কাটছে না। রিজার্ভ কেলেঙ্কারির ক্ষত না সারতেই দেশের অন্যতম অর্থনৈতিক ভিত্তি রেমিটেন্সেও লাগল অশুভ ধাক্কা। এ ধারা অব্যাহত থাকলে সামষ্টিক অর্থনীতিতেও তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই-সেপ্টেম্বরে প্রবাসীদের পাঠানো অর্থ কম এসেছে প্রায় ১৮ শতাংশ।  ব্যাংকসহ বৈধ পথে বিদেশি মুদ্রার হিসাব থাকলেও হুন্ডির মাধ্যমে অবৈধভাবে আসা অর্থের হিসাব কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে থাকে না।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-আগস্ট রেমিটেন্স ছিল ২৫৮ কোটি ৪৫ লাখ ডলার
২০১৬-১৭ অর্থবছরের এই দুই মাসে এসেছে ২১৮ কোটি ৯০ লাখ ডলারG

সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা অর্থায়নে বিদেশ থেকে অর্থ আসে হুন্ডির মাধ্যমে। তাই রেমিটেন্স পাঠানোর এই অবৈধ লেনদেনে বাড়ছে ঝুঁকি, প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের নজরদারিকে।

জনশক্তি রফতানিতে ভাটা, অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, মার্কিন ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার দরপতন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়া ও মধ্যপ্রাচ্যজুড়ে চলা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।