রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শেয়ার করুন

 

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে স্ত্রী শারমীন আখতার লিপি হত্যা মামলায় স্বামী রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ.কে. এম. শহীদ আহম্মদ এ রায় ঘোষণা করেন। নিহত শারমীন আখতার লিপি বাগমারা’র হামিরকুৎসা গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, ২০০৭ সালের ৮ জুলাই স্বামী রফিকুল ইসলাম যৌতুকের দাবীতে স্ত্রী লিপির ওপর নির্যাতন চালায়। এর পরদিন স্ত্রীকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় নিহতের বাবা লুৎফর রহমান, ঘাতক রফিকুলসহ ৫ জনকে আসামী করে হত্যা মামলা দয়ের করেন। প্রায় ৯ বছর বিচারকার্য চলার পর, আজ আদালত রফিকুলকে মৃত্যুদণ্ড দেন।