ইসাব : জহির উদ্দিন বাবর সভাপতি ও মাহমুদুর রশিদ মহাসচিব নির্বাচিত

ইসাব : জহির উদ্দিন বাবর সভাপতি ও মাহমুদুর রশিদ মহাসচিব নির্বাচিত

শেয়ার করুন
ESAB
সভাপতি জহির উদ্দিন, মহাসচিব এম মাহমুদুর রশীদ

।। প্রতিবেদক ।।

ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) ২০২১-২৩ এর নির্বাচনে বাফেস্কো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন বাবর এবং গ্রাসহোপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম মাহমুদুর রশীদ যথাক্রমে সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মর্গেন ইন্টারন্যাশনালের সিইও মোঃ নিয়াজ আলী চিশতী, নির্বাচিত সহ-সভাপতিরা হলেন অলিম্পিয়া ফায়ার প্রোটেকশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াহিদ উদ্দিন, বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহজাহান, মেসার্স আসগর ট্রেডিং এর স্বত্বাধিকারী মো. মতিন খান এবং জেনেসিস টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোহাম্মদ মাহমুদ।

Screenshot (1)জেডএম ইন্টারন্যাশনালের সিইও জাকির উদ্দিন আহমেদ এবং ইন্টিগ্রেটেড সেফটি অ্যান্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদ-ই-খোদা একই সময়ের জন্য যথাক্রমে যুগ্ম সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। সোশাইন মার্কেটিং কোম্পানির সিইও মো: কবির হোসেন এবং এন. ইসলাম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: নজরুল ইসলাম যথাক্রমে সহকারী সম্পাদক ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য নির্বাচিত পরিচালকরা হলেন- সিম্যানটেক টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম, গুরাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহাবুর রহমান, লুমিনাস অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মোঃ নূর-নবী এবং গুরাবা টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোঃ আল-এমরান হোসেন।