১১ ডিসেম্বর হানাদার মুক্ত হয় কুষ্টিয়া

১১ ডিসেম্বর হানাদার মুক্ত হয় কুষ্টিয়া

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি:

আজ রোববার ১১ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া হানাদারমুক্ত হয়েছিল।

মুক্তিযুদ্ধের ৯ মাস ধরেই কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর তুমুল যুদ্ধ চলে। বংশীতলা, চৌড়হাস ও বিত্তিপাড়ায় পাকিস্তানি হানাদাররা নির্মম হত্যাযজ্ঞ চালায়।

৬ ডিসেম্বর তিনদিক থেকে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে কুষ্টিয়ার বিভিন্ন এলাকা হানাদারমুক্ত হতে থাকে। ৯ ডিসেম্বর কুষ্টিয়া শহর ছাড়া পুরো এলাকা শত্রুমুক্ত হয়। শহর হানাদারমুক্ত করতে আবারও শুরু হয় যুদ্ধ। এরপর ১১ ডিসেম্বর মুক্ত হয় কুষ্টিয়া জেলা। ওড়ানো হয় বিজয় পতাকা।