চার্চের ছাদ ধসে ৬০ জনের মৃত্যু

চার্চের ছাদ ধসে ৬০ জনের মৃত্যু

শেয়ার করুন

Search continues for survivors of collapsed church in Lagosবিশ্ব সংবাদ ডেস্ক:

নাইজেরিয়ার উইয়োতে নির্মাণাধিন একটি চার্চের ছাদ ধসে ৬০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় রিইগনার বাইবেল নামের চার্চটিতে বিশপের বক্তব্য উপস্থাপন চলছিলো।

বক্তব্য শুনতেই সেখানে হাজির ছিলেন অ্যাকয়া উবোম স্টেটের গভর্নর উদোম ইমানুয়েলসহ শতাধিক মানুষ। এর মধ্যেই নির্মাণাধীরণ ভবনটি ধসে পড়ে। এতে নিহত হন ৬০ জন। আহত হর আরো অনেকে। তবে সাথে সাথে উদ্ধার করায় অক্ষত রয়েছেন ইমানুয়েল।

এটি কোন নাশকতা কিনা নতা খতিয়ে দেখা হবে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানায় ইমানুয়েলের মুখপাত্র। বিশপের অর্ডিনেশনের জন্যই নির্মাণাধীন চার্চটি দ্রুত শেষ করতে কাজ চলছিলো।

এই দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গভীর শোক প্রকাশ করেছেন।  নিম্নমানের উপকরণ এবং ভবন নির্মাণে নিয়মকানুন না মানায় নাইজেরিয়া ভবন ধস একটি সাধারণ ঘটনা।