স্কুলছাত্র হত্যার ১৫ বছর পর ৬ জনের মৃত্যুদণ্ড

স্কুলছাত্র হত্যার ১৫ বছর পর ৬ জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

 

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র হত্যার দায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ বিচারক ফজলে এলাহি ভূইয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আতিক শেখ, সেলিম শেখ, নয়ন শেখ ও আনোয়ার হোসেন শেখ। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, ঘাগটিয়া গ্রামের আনোয়ারা বেগম, আব্দুল মোতালেব ও শামসুদ্দিন।

২০০১ সালের ৯ ফেব্রুয়ারি কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লা সরকারকে পারিবারিক বিরোধ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনোয়ারা বেগমের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে শ্বাসরোধে হত্যা করা হয়।