প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে সাতক্ষীরায় আটক তিন

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে সাতক্ষীরায় আটক তিন

শেয়ার করুন

আটক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের তিনজনকে আটক করে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দিয়েছে পুলিশ। এ সময় অজ্ঞাত আরো ৭/৮ জড়িত বলে ওই মামলায় উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের নামে এ মামলা দেয়া হয়।

আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুল আলিম, নুরুল সরদারের ছেলে মোস্তাকিম ও ফয়েজউদ্দিনের ছেলে শামিম।

আশাশুনি থানার ওসি গোলাম রহমান জানান, আটককৃতদের সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছিল। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান আটককৃত তিনজনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরো ৭/৮ জনের নাম আইসিটি আইনে মামলা দেয়া হয়েছে।

প্রসঙ্গতঃ প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে সোমবার রাতে দু’জনকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে আরও একজনকে আটক করা হয়। তবে, আটককৃতদের দিনভর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের নামে মামলা দায়ের করে।