সোমবার ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে

সোমবার ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গত কয়েকদিনের মধ্যে সোমবার সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বলছে, কাল অনুপ্রবেশ করেছে ১০ হাজারের বেশি রোহিঙ্গা।

রাতভর নাফ নদীর ওপারে জড়ো হয়ে সকাল সকাল নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। কেউবা আবার ভাটার সময় পানি পেরিয়ে সীমান্ত পাড়ি দেন।

গতকাল আসা রোহিঙ্গাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মংডুর কাউয়ার বিল গ্রামের বাসিন্দা। এ ছাড়া বুচিদং এবং রাশিদং এলাকার রোহিঙ্গারা গতকালের ঢলে ছিল। বিভিন্ন গ্রামের এই রোহিঙ্গারা একসঙ্গে পাড়ি জমিয়েছি বাংলাদেশের উদ্দেশে। একটানা সাত দিন পাহাড়ি দুর্গম পথে হেঁটেছে এসব মানুষ। দিনের আলোতে তো বটেই, রাতের অন্ধকারেও আসছে তারা হাজারে হাজারে।