বুধবার থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ হকির দশম আসর

বুধবার থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ হকির দশম আসর

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

আগামীকাল থেকে ঢাকায় মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ হকির দশম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ভারত এবং জাপান। বেলা তিনটায় শুরু হবে ম্যাচ। দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের।

এর আগে সর্বশেষ ১৯৮৫ সালে প্রথম ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ হকির আসর। ৩২ বছর পর আবারো ঢাকায় বসছে এশিয়ার হকির সবচেয়ে বড় এ আসর। উদ্বোধণী ম্যাচে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকা ভারতের মুখোমুখি হবে ১৭ নম্বরে থাকা জাপান। স্বভাবতই এ ম্যাচে এগিয়ে থাকবে ভারত। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে প্রতিপক্ষ পাকিস্তান এখন পর্যন্ত এশিয়া কাপ হকির সবচেয়ে সফল দল।

নয়বারের মধ্যে সবোর্চ্চ তিনবার শিরোপা ঘরে তুলেছে তারা। তাছাড়া, র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ২০ ধাপ এগিয়ে পাকিস্তান। তাই, বাংলাদেশের জন্য লড়াইটা বেশ কঠিন হবে। তবে, ঘরের মাঠে খেলা হওয়ায় ভালো সূচণা করার ব্যাপারে আশাবাদী জিমি-চয়নরা।