লিবিয়া উপকূল থেকে একদিনে ৬ হাজার অভিবাসন প্রত্যাশী উদ্ধার

লিবিয়া উপকূল থেকে একদিনে ৬ হাজার অভিবাসন প্রত্যাশী উদ্ধার

শেয়ার করুন

index
বিশ্বসংবাদ ডেস্ক :

লিবিয়া উপকূলে একদিনেই ৩৯টি নৌকা থেকে ৬ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির উপকূল রক্ষীরা।

সোমবার সমুদ্র শান্ত থাকায় ৩৯টি নৌকায় করে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে সাগর পাড়ি দেয়ার চেষ্টা করে মানব পাচারকারীরা। ৩২টি রাবারের ভেলা, পাঁচটি নৌকা ও দু’টি ছোট নৌকায় ছিলেন ৬ হাজার ৫৫ জন।

আরেকটি ডিঙি থেকে ৭২৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। ইতালির কোস্ট গার্ড জানায় : অভিবাসীদের মাঝে এক সন্তানসম্ভবা নারী ও শিশুকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, চলতি বছরেই প্রায় ১ লাখ ৩২ হাজার অভিবাসী ইতালিতে আশ্রয় নিয়েছে। আর আসার পথে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৪ জনের।