সিফাত আত্মহত্যা করেছে, প্ররোচনার দায় স্বামীর দণ্ড

সিফাত আত্মহত্যা করেছে, প্ররোচনার দায় স্বামীর দণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিশ্বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতকে কেউ খুন করেননি। তিনি আত্মহত্যা করেছেন।

তাঁর আত্মহত‌্যায় সহায়তার অভিযোগ এনে স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আর বেকসুর খালাস পেয়েছেন সিফাতের শ্বশুর অ্যাডভোকেট হোসেন মোহাম্মদ রমজান, শাশুড়ি নাজমুন নাহার নজলী এবং ওয়াহিদা সিফাতের প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান জোবায়দুর রহমান।

রায় ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সিফাতের মা, বাবা ও স্বজনেরা। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ এই রায় ঘোষণা করেন।