অস্কার মাতালো মুনলাইট

অস্কার মাতালো মুনলাইট

শেয়ার করুন

বিনোদন ডেস্ক :

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার, অস্কারের ৮৯তম আসর মাতিয়ে সেরা ছবির পুরস্কার জিতেছে মুনলাইট।

যদিও এবারই প্রথমবারের মতো অস্কার মঞ্চে ভুল করে ঘোষণা করা হয় লা লা ল্যান্ড চলচ্চিত্রের নাম। তবে পরে এর জন্য দু:খপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কারের জাকজমকপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারকা অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা অংশ নেন।

অস্কার মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা ক্যাসি অ্যাফ্লেক। ম্যানচেস্টার বাই দ্য সি চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান। গোল্ডেন গ্লোবে রেকর্ড ৭টি পুরস্কার জয় করা চলচ্চিত্র লা লা ল্যান্ডে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান এমা স্টোন। আর সেরা পরিচালক হয়েছেন লা লা ল্যান্ড চলচ্চিত্রের ডেমিয়েন চেজেল।

এছাড়া মুনলাইট ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেতার স্বীকৃতি পেয়েছেন কৃষ্ণাঙ্গ মুসলিম মাহেরশালা আলি। ‘ফেন্সেস’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার গেছে ভায়োলা ডেভিসের হাতে। আর বিদেশী ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার পেয়েছে ইরানি চলচ্চিত্র দ্য সেলসম্যান।