শীঘ্রই জামালপুর পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন

শীঘ্রই জামালপুর পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন

শেয়ার করুন

জামালপুর প্রতিনিধি:

চলতি মাসেই  বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে জামালপুরের ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। স্থানীয় চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে দেওয়া হবে উৎপাদিত বিদ্যুৎ।

জামালপুরের শাহপুরে ৭ একর জমিতে ‘পাওয়ার প্যাক ১শ মেগাওয়াট পাওয়ার প্লান্ট জামালপুর’ নামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালের ১০ অক্টোবর। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণ করছে ‘পাওয়ার প্যাক মুতিয়ারা’ নামের একটি কোম্পানি।

কেন্দ্রটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৮শ কোটি টাকা। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে  হেভি ফুয়েল অয়েল জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।

গত ৭ নভেম্বর থেকে বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলক চালু এবং জাতীয় গ্রিডে এর বিদ্যুৎ যোগ করা হচ্ছে। চলতি মাসেই কেন্দ্রটির আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা করা হচ্ছে ।

বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে জামালপুর ও শেরপুর জেলায় বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের আশা  দায়িত্বশীলদের।