‘পারসন অব দ্য ইয়ার’ হলেন নরেন্দ্র মোদি

‘পারসন অব দ্য ইয়ার’ হলেন নরেন্দ্র মোদি

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

টাইম ম্যাগাজিনের পাঠক জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পার্সন অব দ্য ইয়ার চূড়ান্ত হবে ম্যাগাজিনটির সম্পাদকদের ভোটে।

বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনীতিবিদ ও  শিল্পীকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির স্থান পেলেন মোদি। এ বিষয়ে ৭ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসবে ।

রোববার মধ্যরাতে পাঠকদের মতামত বিশ্লেষন শেষে দেখা যায়, মোদি পেয়েছেন মোট ভোটের ১৮ শতাংশ। তালিকায় ঠিক তার পেছনে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জুলিয়ান অ্যাসাঞ্জ। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ দুই শতাংশ ও হিলারি ক্লিনটন চার শতাংশ ভোট পেয়েছেন।

২০১৪ সালেও টাইমের পাঠক জরিপেও পাঠক জরিপের শীর্ষে  ছিলেন মোদি। ২০১৫ সালে আলোচিত হলেও, শেষ পর্যন্ত শীর্ষ আটের বাইরে চলে যান। গত বছর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।