রোববার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

রোববার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি ;

রাঙামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত মাইক্রোবাসচালক মো. সজিব হাওলাদারকে হত্যার প্রতিবাদ এবং অপহৃত মাটিরাঙ্গার ৩ বাঙ্গালীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

শনিবার দুপুরে খাগড়াছড়ির শাপলা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও রেন্ট এ কার সমিতির সদস্যরা। অন্যদিকে, ইউপিডিএফ-এর একাংশের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তনয় চাকমার শেষকৃত্য খাগড়াছড়ির তেতুঁলতলা এলাকায় বৌদ্ধ শ্মশানে অনুষ্ঠিত হচ্ছে। মহালছড়িতে শেষকৃত্য হচ্ছে সুজন চাকমা ও সেতু দেওয়ানের। এছাড়া মাইক্রোবাসচালক সজীব হাওলাদারের দাফন বরিশালের গ্রামের বাড়িতে সম্পন্ন হবে।

দু-দিনে ৬ হত্যার ঘটনায় আতঙ্কিত পাহাড়িরা। এখনও যান চলাচল বন্ধ রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে যাতায়াতের একমাত্র সড়কটিতে।

শুক্রবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে ৫ জন নিহত হন। গুলিবিদ্ধ ৮জন খাগড়াছড়ি সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।