ভারতে শক্তিশালী ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জন

ভারতে শক্তিশালী ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জন

শেয়ার করুন

_101148465_htবিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের উত্তরাঞ্চলীয় তিনটি রাজ্যে ধূলিঝড় আর বজ্রপাতে শুক্রবার শেষ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪০ জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ।

বুধবার সন্ধ্যার আগে হঠাৎ করে ওই ঝড় আর বজ্রপাত শুরু হয়। যা থেমে থেমে চলে বৃহস্পতিবার পর্যন্ত। এই ঝড়বৃষ্টিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর প্রদেশ ও রাজস্থানে। বাতাসের তোড়ে হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। আর অসংখ্য বাড়িঘরের ছাদ উড়িয়ে নিয়ে গেছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, ভারতের সবচেয়ে জনবহুল অঞ্চল উত্তর প্রদেশে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত আগ্রা জেলায় ঝড়ের আঘাতে এ পর্যন্ত অন্তত ৪৩ জন প্রাণ হারিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ শনিবার আরো ব্যাপক পরিসরে ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছে।