আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, হাওয়াই দ্বীপে জরুরি অবস্থা

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, হাওয়াই দ্বীপে জরুরি অবস্থা

শেয়ার করুন

_101165555_mediaitem101165554বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ভয়াবহ আকারে লাভা উদগীরণ শুরু হয়েছে। ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয়দের সরিয়ে নেয়া হচ্ছে।

হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে অন্তত ১ হাজার ৭শ’ মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্ষীরা জানায়, মাউন্ট কিলাউয়ার জ্বালামুখ দিয়ে লাভা উদগীরণ শুরু হয়ে গেছে। এতে আগুনে রাস্তা তৈরি করে লাভার স্রোত নিচে নামতে নামতে শুরু করেছে।

গত কয়েকদিন ধরে হাওয়াই দ্বীপে বেশ কয়েকবার ভূমিকম্প হয়। আমেরিকান রেডক্রস থেকে সেখানে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধার কাজে সহায়তার জন্য এরই মধ্যে হাওয়াই ন্যাশনাল গার্ড কাজ শুরু করেছে বলে জানান গভর্নর ডেভিড আইজিই। এর আগে গত সপ্তাহের শুরুর দিকে একটি আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে পড়ে। এর ফলে পর্বত বেয়ে লাভা জনবহুল ওই এলাকায় ছড়িয়ে পড়ে।