রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

শেয়ার করুন

বন্দুকযুদ্ধ gunfight-atn-timesরাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মতিন মন্ডল নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার সাওরাইল ইউনিয়নের বিস্কুট মন্ডলের ছেলে। পুলিশের দাবি, মতিন মন্ডল চরমপন্থি সজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম জানান, গত রাত ২ টার দিকে উপজেলার সা্ওরাইল ইউনিয়নের জামালপুর রব মাস্টারের আম বাগানে তারা মিটিং করছে,  এই সংবাদের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে, গুলিবিদ্ধ মতিন মন্ডলকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলির খোসা ওয়ান শ্যুটার গান, ২ টি রাম দা, একটি শট গানের তাজা কার্তুজ ও ১০টি কাতুর্জের খোসা উদ্ধার করা হয়েছে। মতিন মন্ডলের নামে থানায় হত্যাসহ ৩ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।