মাদক সেবনের জন্য টাকা না দেয়ায় সাভারে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে...

মাদক সেবনের জন্য টাকা না দেয়ায় সাভারে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্বামীর

শেয়ার করুন

7-3-201804090802-201805130717.jpg4সাভার প্রতিনিধি :

মাদক সেবনের টাকা না দেওয়ায় সাভারের আশুলিয়ায় ফাতেমা বেগম (৩০) নামের এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে পাষণ্ড স্বামী। ঘটনাটি ঘটেছে  আশুলিয়ার বাইপাইল এলাকায় জনৈক আবু সাঈদ এর বাড়িতে।

এলাকাবাসী জানায় ফাতেমা বেগম নামের ওই নারী আশুলিয়ার বাইপাইল এলাকায় ফাউন্টেন গার্মেন্টস এ চাকুরী করে জীবিকা নির্বাহ করে আসছিলেন গতকাল রাতে তার মাদকাসক্ত স্বামী বিল্লাল হোসেন তার কাছে মাদক সেবনের জন্য কয়েক’শ টাকা দাবি করেন পরে সে টাকা দিতে অস্বীকার করলে রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় স্থানীয় ওই নারীর স্বামীকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ওই নারীর বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কালীবাড়ি গ্রামে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন ওই নারীর স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।