জোট সরকার গঠনে প্রস্তুত ইমরান

জোট সরকার গঠনে প্রস্তুত ইমরান

শেয়ার করুন

fcf2c6df7081426593fae5001bdbef3a_18বিশ্বসংবাদ ডেস্ক :

নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দলগুলোকে নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ প্রধান ইমরান খান।

দেশটির পত্রিকা দ্যা ডন এক প্রতিবেদনে জানায় পিটিআই নেতা জাহাঙ্গির মুত্তাহিদা কওমি মুভমেন্ট এমকিউএম (MQM) দলের নেতা খালিদ মকবুল সিদ্দিককে টেলিফোনে জোট সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া সরকার গঠনের জন্য ইমরান খানের দল এরইমধ্যে বিভিন্ন দলের নেতৃবৃন্দসহ, স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও যোগাযোগ করে যাচ্ছেন।

ফল ঘোষণার ঢিলেঢালা প্রক্রিয়ায় ১৭২টি আসনের মধ্যে ১২০টি আসন পায় পিটিআই (PTI)। সরকার গঠনের প্রয়োজন আরো ১৭টি আসন।

এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখান করেছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজসহ অন্যান্য দলগুলো। সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের পর, তারা আবারো স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়েছেন। শুক্রবার ইসলামাবাদে করা ওই সংবাদ সম্মেলনে জানানো হয়: জোর করে সরকার গঠন করতে চাইলেও, অন্যান্য দলের নির্বাচিত প্রার্থীরা কেউ শপথ নেবেন না। আবার নির্বাচনের দাবিতে বিক্ষোভের সিদ্ধান্ত দুই, একদিনের মধ্যেই জানানো হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।