মিসরের কারাগার থেকে ৭১৯ বন্দিকে মুক্তি দিলেন সিসি

মিসরের কারাগার থেকে ৭১৯ বন্দিকে মুক্তি দিলেন সিসি

শেয়ার করুন

عفو-رئاسيবিশ্বসংবাদ ডেস্ক :

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটির কারাগারে থাকা ৭১৯ জন বন্দিকে ক্ষমা প্রদান করেছেন। তার নির্দেশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বন্দিদের মুক্তি দিয়েছে।.

দেশটিতে ১৯৫২ সালের বিপ্লবের ৬৬তম বার্ষিকী উপলক্ষে এসব বন্দিদের ক্ষমা করেন সিসি। মুক্তি পাওয়া ৭১৯ বন্দির মধ্যে ২০২ জনকে পূর্ণাঙ্গ ক্ষমা এবং ৫১৭ জনকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। এর আগে ৩৩২ জন বন্দিকে ক্ষমা করেছিলেন মিসরের প্রেসিডেন্ট।

অবৈধ বিক্ষোভে অংশ নেয়া এসব অ্যাক্টিভিস্টরা কয়েক বছর ধরে কারাগারে ছিলেন। ২০১৬ সালে দেশটির বিক্ষোভবিরোধী আইন সংশোধন এবং তার শাসনের বিরুদ্ধে বিক্ষোভকারী তরুণদের কারামুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আল সিসি। ২০১২ সালের ৩০ জুন মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি।

এর এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল সিসি।