ভারি বর্ষণ ও টানা বৃষ্টিতে আতঙ্কিত রোহিঙ্গারা

ভারি বর্ষণ ও টানা বৃষ্টিতে আতঙ্কিত রোহিঙ্গারা

শেয়ার করুন

রোহিঙ্গা ক্যাম্পনিজস্ব প্রতিবেদক :

ভারি বর্ষণ এবং টানা বৃষ্টিতে আতঙ্কিত সময় কাটাচ্ছেন উখিয়া- টেকনাফের ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা। ইতোমধ্যেই ঢল আর পাহাড় ধ্বসের অতিমাত্রায় ঝুঁকিতে থাকা ৫০ হাজারের মধ্যে ৩০ হাজার রোহিঙ্গাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বাকীদেরও সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

প্রায় ৩ হাজার একর এলাকার কুতুপালং ক্যাম্পে ছোট বড় দুইশো’র বেশী পাহাড় রয়েছে পাহাড়ে ধ্বস কিংবা আকস্মিক ঢলের অতি ঝুঁকিতে রয়েছে ৫০ হাজার মানুষ। প্রকৃতির বিরূপতার ভয়ে শঙ্কায় দিন কাটছে রোহিঙ্গাদের।

প্রাণে বাঁচতে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি করেছেন অসহায় মানুষগুলো। স্থানীয় প্রশাসন জানায়: দুর্যোগ মোকাবেলার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের। এ কাজে ফায়ার সার্ভিস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএম সহায়তা করছে।

ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে, ইতোমধ্যে ৩০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি পানি এবং ধ্বস রোধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হয়েছে।