সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে আসছে: রাজনাথ

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে আসছে: রাজনাথ

শেয়ার করুন

in
নিজস্ব প্রতিবেদক :

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে আসছে। জানিয়েছেন ভারতের  স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এসময় তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

শনিবার দুপুরে পুলিশ একাডেমি সারদাতে বাংলাদেশ-ভারত  মৈত্রী ভবন ও আইটি সেন্টার উদ্বোধন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর শেষে এ কথা বলেন।  তিনি এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাসমূহের মধ্যে চমৎকার সহযোগিতা রয়েছে বলে উল্লেখ করেন। আর এ বিষয়টিকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে বলেও জানান তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।