ইলিশের দেখা না মিললেও শুরু হয়েছে জলদস্যুদের উপদ্রপ

ইলিশের দেখা না মিললেও শুরু হয়েছে জলদস্যুদের উপদ্রপ

শেয়ার করুন

img_0001eerrtt-thumbnailনিজস্ব প্রতিবেদক :

মৌসুমের শুরুতে এখনও তেমন দেখা নেই ইলিশের। তবে মৌসুম শুরুর সাথে সাথে ভোলার নদীতে শুরু হয়েছে জলদস্যুদের উপদ্রব। তাই আতঙ্কে নদীতে যেতে চাচ্ছেনা জেলেরা। এদিকে, ভিন্ন চিত্র পটুয়াখালীতে। সেখানে গভীর সমুদ্রে যাবার জোর প্রস্তুতি চলছে জেলেদের।

জলদস্যুদের আক্রমণে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে ভোলায় জেলেরা। ডাকাতি ছাড়াও চাঁদার জন্য জেলেদের অপহরণও করছে তারা। আতংকে নদীতে যেতে চাচ্ছেনা জেলেরা।  এদিকে কোস্টগার্ড কর্মকর্তা জানান জেলেদের নিরাপত্তায় নদীতে টহল জোরদার করা হয়েছে।

অন্যদিকে পটুয়াখালীর চিত্র ভিন্ন। গত কয়েক বছরই এখানে ধরা পরেছে প্রচুর ইলিশ। জেলেরা প্রস্তুতি নিচ্ছে গভীর সমুদ্রে যাবার। কেউ নতুন ট্রলার তৈরি করছে। কেউবা পুরনো ট্রলার মেরামত করছে।  কেউ ব্যস্ত জাল মেরামতে।

মা ইলিশ সংরক্ষণে সরকারি নানা উদ্যোগের সুফল এ বছরও পাওয়া যাবে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা।