বেনাপোলে ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে...

বেনাপোলে ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে শুরু ধর্মঘট

শেয়ার করুন

PIC 21-09-21

।। তামান্না ফারজানা, যশোর ।।

১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের সাথে এক যোগে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দেশব্যাপী শুরু হওয়া ধর্মঘট বেনাপোল স্থল বন্দরেও চলছে। আজ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

যৌথভাবে মালিক -শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মসূচিতে তাদের দাবি সরকার মেনে নিলেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। ১৫ দফা দাবির মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে- ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেয়া যাবে না এবং এ পর্যন্ত নেয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেয়া চালু করতে হবে।

কর্মবিরতির ফলে বেনাপোল স্থল বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে।