খুলনায় চেয়ারম্যান পদে ২১ ইউপিতে আ’লীগ, ১২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

খুলনায় চেয়ারম্যান পদে ২১ ইউপিতে আ’লীগ, ১২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

শেয়ার করুন

।।মো:আতিয়ার রহমান,খুলনা।।
খুলনার ৫ উপজেলার ৩৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে। বিছিন্ন কিছু ঘটনার মধ্যে ভোট শান্তিপূর্নভাবে শেষ হয়। গতকাল সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনা ও বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। জেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২১টিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর ৮টিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত রয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্র ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা : বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে স্বতন্ত্র আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী শেখ মোঃ আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নে আ’লীগের জি এম মিলন নির্বাচিত হয়েছেন।দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে স্বতন্ত্র সাব্বির আহমেদ, দাকোপ সদর ইউনিয়নে আ’লীগের বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে আ’লীগের মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে আ’লীগের মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে আ’লীগের পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র জালাল উদ্দিন গাজী, বাজুয়া ইউনিয়নে আ’লীগের মানস কুমার রায়, বানিশান্তা ইউনিয়নে আওয়ামী লীগের সুদেব কুমার রায় নির্বাচিত হয়েছেন। এর আগে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে আ’লীগের শেখ যুবরাজ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী মোঃ মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে আ’লীগের গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে স্বতন্ত্র এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী মোঃ সাজ্জাদুর রহমান লিংকন নির্বাচিত হয়েছেন।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে আ’লীগের মোঃ আবদুল মান্নান গাজী, রাড়ুলী ইউনিয়নে আ’লীগের আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে আ’লীগের শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী শাহজাদা মোঃ আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে আ’লীগের রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে আ’লীগের কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে আ’লীগের কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নে আ’লীগের মোঃ কওছার আলী জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন।
কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে আ’লীগের জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে আ’লীগের মোঃ আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে আ’লীগের শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে আ’লীগের মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে আ’লীগের মোঃ নুরুল ইসলাম সরদার, দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী আছের আলী মোড়ল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী জানান, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ায় কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। সে কারনে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।