বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

আশুলিয়া, জামালপুর, কুমিল্লা, বগুড়া ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৩১ জন।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার মরাগাং এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৩ জন মারা যান। আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকসহ দুইজন নিহত হন। আহত হন আরও ১০ জন। গত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বিধান চন্দ্র দে রানা। সকাল ১১টার দিকে তার মোটরসাইকেলকে ভটভটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তিনি। বগুড়ার নন্দীগ্রামে সকাল ৯টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জে ইজিবাইক-ট্রাকের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছে।