রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

শেয়ার করুন

de0ec1446c9fd55e3f7361ecff41e89c-57d2623c85b14সিলেট প্রতিনিধি :

সিলেট তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো ৪টি ধারায় প্রত্যেককে মোট ১৪ বছর করে কারাদণ্ডের এই রায় দেন।

তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি হলেও ১৯৯০ সালে রাগীব আলী ভুয়া সেবায়েত সাজিয়ে বাগান দখল করেন বলে অভিযোগ ওঠে। ১৯৯৯ সালে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত শুরু করে। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী ভূমি কমিশনার এসএম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।