ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিল অনুমোদন, বিপক্ষে ভোট টিউলিপের

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিল অনুমোদন, বিপক্ষে ভোট টিউলিপের

শেয়ার করুন

125বিশ্বসংবাদ ডেস্ক :

দীর্ঘ বিতর্কের পর ব্রিটিশ পার্লামেন্টের নিন্মকক্ষে বিপুল ভোটে অনুমোদন পেয়েছে ব্রেক্সিট বিল। এই বিলের অনুমোদন নিশ্চিত হওয়ার কারণে সে দেশের প্রধানমন্ত্রী থেরেসা মে এখন ব্রেক্সিট কার্যকর করার প্রশ্নে আলোচনা শুরু করতে পারবেন।

লেবার নেতৃত্বের সমর্থিত লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা শুরু করতে ব্রিটিশ পার্লামেল্টে একটি বিল আনা হয়। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন নামের বিলটি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে নিন্মকক্ষে দুই দিন ধরে  অনুষ্ঠিত হয় বিতর্ক। দুই দিনের বিতর্ক শেষে বুধবার বিলটি নিয়ে ভোটাভুটি হয়। ৪৯৮ এমপির মধ্যে বিল অনুমোদনের পক্ষে ভোট দেন ৩৮৪জন। বিপক্ষে পড়ে ১১৪ ভোট।

স্কটিশ ন্যাশনাল পার্টি আবেং লিবারাল ডেমোক্র্যাট নেতৃত্ব বিলের বিপক্ষে অবস্থান নেয়। এমপিদের কেউ কেউ আবার দলের বিরুদ্ধেও ভোট দিয়েছেন। বিলের বিপক্ষে ভোট দেওয়ার কথা জানিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

গত সপ্তাহে ছায়ামন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন নর্থ লন্ডনের হ্যাম্পস্টিড এবং কিলবার্ন এলাকার এমপি টিউলিপ সিদ্দিক।  অনুমোদন পাওয়া বিলটি আগামী সপ্তাহে হাউস অব কমন্সে ফেরত পাঠানো হবে। সেখানে বিরোধী দলগুলো এতে সংশোধনী আনার চেষ্টা করবে।