ফরিদপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরিদপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শেয়ার করুন

faridpur press confarance pic

।। কামরুজ্জামান সোহেল, ফরিদপুর ।।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা ছাত্রলীগ নেতা শাহ মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ মোঃ মেহেদী হাসান বলেন, একটি কুচক্রি মহল নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ চাওয়া নিয়ে তাকে জড়িয়ে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মেহেদী হাসান বলেন, আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার মা নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক। আমার বাবা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। আমি দীর্ঘদিন ধরে জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আমি সভাপতি প্রার্থী ঘোষনার পর থেকেই একটি মহল আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। আমি যাতে সভাপতি না হতে পারি সেজন্য আমার বিরুদ্ধে ৭টি মামলা ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন সময় আমার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ নিয়ে আমি মামলা করলে আমার উপর তারা ক্ষিপ্ত হয়ে মিথ্যা কয়েকটি মামলা দায়ের করে। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলমগীর ফকির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা রাফেজা বেগম, আওয়ামী লীগ নেতা আলমগীর খান, জেলা যুবলীগ নেতা মাহফুজ আহমেদ হিমেল প্রমুখ।