মানিকগঞ্জে ৯৩ মামলায় ৭৮ হাজার ৭ শত ৫০ টাকা জরিমানা, ৫ জনের...

মানিকগঞ্জে ৯৩ মামলায় ৭৮ হাজার ৭ শত ৫০ টাকা জরিমানা, ৫ জনের কারাদণ্ড

শেয়ার করুন

FB_IMG_1627297699918

।। মোঃসোহেল রানা,মানিকগঞ্জ ।।

মানিকগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলাপ্রশাসনের ৪টি ও ৭ উপজেলার ১৪টিসহ ১৮টি মোবাইল টিম জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, বাজার, ঘাট, সড়ক মহাসড়কে অভিযান চালিয়ে ৯৩ মামলায় ৮৮ জনকে ৭৮ হাজার ৭ শত ৫০ টাকা জরিমানাসহ ৫ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদরে ১ টি, সিংগাইরে ২ টি, হরিরামপুরে ২ টি, শিবালয় ১ টি, সাটুরিয়া ২ টি, দৌলতপুর ১ টি ও জেলা প্রশাসনের ৪ টি সহ মোট ১৩ টি স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করে জরিমানাসহ কারাদণ্ড প্রদান করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ জানান, মানিকগঞ্জ সদরে ১১ মামলায় ৮ জনকে ১৬ হাজার টাকা জরিমানাসহ ৩ জনের কারাদণ্ড , সিংগাইরে ১৩ মামলায় ১৩ জনকে ৭ হাজার ৭ শো, হরিরামপুরে ১১ মামলায় ১১ জনকে ৫ হাজার ৫ শো, শিবালয়ে ৭ মামলায় জনকে ৬ হাজার , সাটুরিয়ায় ১৪ মামলায় ১৪ জনকে ১১ হাজার ৯ শো ৫০, দৌলতপুরে ৭ মামলায় জনকে ১৯ হাজার ও জেলা প্রশাসনের ৩০ মামলায় ২৮ জনকে ১২ হাজার ৬ শোসহ ২ জনের কারাদণ্ড সর্বমোট ৭৮ হাজার ৭ শত ৫০ টাকা জরিমানাসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে । করোনা সংক্রমণ রোধে ও সরকারি কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।