কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও’র খাদ্য সামগ্রী বিতরণ

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও’র খাদ্য সামগ্রী বিতরণ

শেয়ার করুন

FB_IMG_1627296415907

।। সালাহ উদ্দিন সৈকত,কালিয়াকৈর,গাজীপুর।।

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় রবিবার দুপুরে একটি বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবন সাজ্জাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন,আওয়ামীলীগ নেতা সিকদার মোশারফ,শরিফ মন্ডল সহ বাড়ির মালিক আমির উদ্দিন প্রমুখ।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, রোববার দুপুরে পল্লী বিদ্যুৎ দিঘীরপাড় এলাকার আমির উদ্দিনের বাড়ীর দশটি কক্ষ ও মালামাল অগিকান্ডে পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের সদস্যদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রত্যেক পরিবারকে এক প্যাকেট করে শুকনা খাবার দেওয়া হয়। নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সকলে খাদ্য সামগ্রী গ্রহণ করেন।

উপজলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির নির্দেশনায় ওই খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।”