পশুর চ্যানেলে ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধার কাজ শুরু

পশুর চ্যানেলে ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধার কাজ শুরু

শেয়ার করুন

নিজাম উদ্দীন, মংলা প্রতিনিধি :

মংলা বন্দরের পশুর চ্যানেলে হারবাড়িয়া এলাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজের উদ্ধার কাজ  শুরু হয়েছে। ঘটনার ৩ দিও পর অবশেষে এই কার্যক্রম শুরু হলো।

মংলার স্থানীয় ডুবরী দল ”খান জাহান আলী প্রতিষ্ঠানটি ”আজ দুপুর থেকে ১৮ জনের ১টি দল নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানায় মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার ওলিউল্লাহ। উদ্ধার অভিযানের শুরুতেই ডুবরী দল জাহাজের হ্যাচে থাকা ৮৭০ মে:টন সিমেন্ট এর কাঁচামাল অপসারণ করবে। পণ্য অপসারণের পর কার্গো জাহাজটি হালকা হয়ে যাওয়ার পর ক্রেনের মাধ্যমে নদী থেকে উত্তোলন করা সম্ভব হবে  বলে জানান, উদ্ধার কারী দলের প্রধান আবুল কালাম। তিনি আরও বলেন, ইতিমধ্যে কার্গোটি উদ্ধারের জন্য ২টি ক্রেন ও ২টি জাহাজ ডুবন্ত কার্গোর কাছে আনা হয়েছে ।