কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধিকে আটক করেছে পুলিশ

কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধিকে আটক করেছে পুলিশ

শেয়ার করুন

54বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশে কৃষক হত্যার ঘটনায় প্রতিবাদী সমাবেশে যোগ দেয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধি।

এনডিটিভি জানায়, মধ্যপ্রদেশে বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করতে গেলে রাহুল গান্ধীকে আটক করে পুলিশ। মোটর সাইকেল চড়ে মধ্যপ্রদেশের মান্দসৌরে কৃষকদের বিক্ষোভ মিছিলে আসেন রাহুল। তবে শুধু রাহুল গান্ধী নয়, অন্তত ৬৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশে কৃষকদের বিক্ষোভ মিছিলে গুলি চালালে ৫ জন কৃষকের মৃত্যু হয়। তবে মান্দসৌর জেলার এ কৃষক বিক্ষোভে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যায়নি। কৃষকদের দাবি পুলিশের চালানো গুলিতেই প্রাণহানির এই ঘটনা ঘটেছে। তবে পুলিশের বিরুদ্ধে গুলিচালানোর অভিযোগ স্থানীয় গণমাধ্যমের কাছে আস্বীকার করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী ভূপেন্দর সিং।

ফসলের ন্যায্য মূল্য ও ঋণ মওকুফের দাবিতে ভারতের বিজেপি শাসিত হরিয়ানা এবং মহারাষ্ট্রে গত কয়েকদিন ধরে চলছে কৃষক বিক্ষোভ।