দিনাজপুরে ফ্রি-ফায়ার গেম খেলাকালে ও মাছ ধরার সময় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

দিনাজপুরে ফ্রি-ফায়ার গেম খেলাকালে ও মাছ ধরার সময় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

শেয়ার করুন

240447758_3043577739301949_6262994870497751316_n

॥ হুমায়ুন কবীর, দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরে বজ্রপাতে সদর ও চিরিরবন্দর উপজেলায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরো ৩ জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকগণ। সদর উপজেলার মৃতরা হলেন- আপন (১৬) পিতা সাদিকুল, সাজ্জাদ (১৩) পিতা আমিনুল ইসলাম, হাসান (১২) পিতা মৃত সিদ্দিক ও মিম (১২) পিতা রাজু মন্ডল। চিরিরবন্দর উপজেলার মৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (২৮) পিতা সাইমুল ইসলাম, নুর ইসলাম (২৬) পিতা মকসেদ আলী, আব্বাস আলী (২৫) পিতা আলতাফ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর শহরের ৮ নম্বর উপশহর নিশ্চিন্তপুর এলাকায় খেলার মাঠের পাশে গাছের নিচে মাচায় বসে ৪ কিশোর ফ্রি-ফায়ার গেম খেলছিল এবং ৩ জন তাদের খেলা দেখছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় ও অপর ৩ জন আহত হয়। এলাকাবাসী দ্রুত হতাহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকগণ তাৎক্ষনিক ৪ জনকে মৃত ঘোষনা করেন। আহতরা হলো- আতিক (১৬) পিতা বাবলু, মমিনুল (১৭) পিতা ইদ্রিস ও সাজু (১৬) পিতা আব্দুল গফুর।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শহরে তখন বৃষ্টি হচ্ছিল। আকাশ কালো মেঘে ছেয়ে ছিল। বৃষ্টির মধ্যেই এলাকার শিশুরা ফ্রি-ফায়ার গেম খেলছিল। সেই মাচায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত ৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এর আগে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর পীরপাড়া গ্রামে একটি পুকুরে মাছ ধরার সময় বজ্রপাত হয়। সেখানেও ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, দুপুরের পর এলাকার ৪ ব্যক্তি পাশ্ববর্তী পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলেও তারা মাছ ধরতে থাকে। এ সময় হঠাৎ তাদের বজ্রপাতে ৩ জন তাৎক্ষনিক পানিতে তলিয়ে যায়। একজন ভাগ্যক্রমে বেঁচে গিয়ে এলাকায় খবর দেয়। এলাকাবাসী দ্রুত নিহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকগন তাদের মৃত ঘোষনা করেন। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, দুপুরের পর বজ্রপাত পড়ায় ৩ জন মারা যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।