টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ৩০ জন আহত

টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ৩০ জন আহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২টি বাস ও পিকআপের ত্রিমুখি সংঘর্ষে অনন্ত ৩০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুর ৩ টার দিকে মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইফতেখারুল আলম জানান, দুপুরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা গাংচিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ঢাকাগামী অপর একটি পিকআপ তাতে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় উভয় বাসের ৩০ যাত্রী আহত হয়। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে জেলা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এসময় রাস্তার মাঝে সংর্ঘষের ঘটনায় রাস্তার দুই পাশে অনন্ত ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ রাস্তা থেকে সরিয়ে নেয়ার ২ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।