মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা হবে : ট্রাম্প

মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা হবে : ট্রাম্প

শেয়ার করুন

_93797511_mediaitem93797510
বিশ্বসংবাদ ডেস্ক :

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা হবে। এমন নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প সেই ইঙ্গিত দিয়েছেন। এছাড়া দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন তিনি।

ট্রাম্প জানান, বুধবারই তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে ব্যবস্থা নিতে যাচ্ছেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা পরিকল্পনার জন্য এক বিশেষ দিন।

বুধবার যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা এবং গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাতটি দেশের নাগরিকদের মার্কিন ভিসা না দেওয়ার নির্বাহী আদেশ জারি করা হতে পারে। সেই সঙ্গে সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের ভিসা প্রদানও বন্ধ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই ট্রাম্প ওই নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন।