সিরাজগঞ্জের ইউপি সদস্য খুনের মূল হোতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের ইউপি সদস্য খুনের মূল হোতা গ্রেপ্তার

শেয়ার করুন

আশুলিয়া প্রতিনিধি:

সিরাজগঞ্জের ইউপি সদস্য হত্যা মামলার মূল হোতা ও প্রধান আসামী মনির হোসেন ওরফে ধলা মনিরকে আশুলিয়ার জিরানীর মাজার রোড থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছেন র‌্যাব ১ এর একটি দল।

আটকৃত ধলা মনিরের গ্রামের বাড়ী সিরাজগঞ্জের বেলকুচী উপজেলার রাজাপুর ইউনিয়নে বলে জানা যায়।  এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে।

জানা যায়, রাজাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে ধলা মনিরের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করে আসছিল। পরে সন্ত্রাসী ধলা মনির সন্ত্রাসী ইউপি সদস্যকে হত্যার পরিকল্পনা করে।

এসময় গত ০৭ অক্টোবর ২০১৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে মনিরুল ইসলাম তার সহযোগী রাসেলসহ মটরসাইকেল যোগে সিরাজগঞ্জ থানাধীন চকবয়ড়া উত্তর পাড়া রাস্তায় দিয়ে বাড়ি ফেরার সময় মনিরুলকে কুপিয়ে হত্যা করে। তার সঙ্গে থাকা রাসেল নামে একজনকে গুলি করে আহত করে পালিয়ে যায়। ঘটনার পর হইতে হত্যাকারী ধলা মনির আত্মগোপন করে।

উল্লেখ্য, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিল মনিরুল ইসলাম। তিনি রাজাপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের হাজী আজিজুলের ছেলে।