খুলনায় সবজির দাম লাগামহীন কেজি প্রতি বেড়েছে চার-পাঁচ গুণ

খুলনায় সবজির দাম লাগামহীন কেজি প্রতি বেড়েছে চার-পাঁচ গুণ

শেয়ার করুন

khulna pic-3

।। মো:আতিয়ার রহমান, খুলনা ।।
খুলনায় মহামারী করোনার সময়ে বড় বাজার, সন্ধা বাজার, নিউমার্কেট বাজার, গল্লামারি
কাঁচা বাজারসহ নগর ঝুড়ে পাল্লা দিয়ে কাঁচা মালের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
খুলনা জেলা ও মহানগীতে কঠর লকডাউনের পাশাপশি কঠিন বিধিনিষেধ ও বিভিন্ন
অজুহাতে দাম বাড়িয়ে চলছে ।

অন্যদিকে কর্মহীন দরিদ্র জনজীবন দুঃখ হাহাকারে জীবন ধারণের উপযোগী
প্রতিটি জিনিসে চড়াদামে বিক্রি হচ্ছে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উর্দ্ধে।
সবজি থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারনে সাধরণ মানুষ ক্ষিপ্ত।
সাধারণ মানুষের অভিযোগে খুলনা শহরের প্রতিটি সবজি বাজার ঘুরে দেখা যায়। গত দুই
দিনের তুলনায় আজ সবজি বাজারের প্রতিটি সবজির দাম চার থেকে পাঁচ গুণ বেড়েছে।
সবজি বিক্রেতাদের নিকট মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা বলেন। দেশের করোনায়
লকডাউনের কারণে ঠিক মতন পণ্য পরিবহণ শহরে আসতে পারছেনা। গাড়ী ভাড়া দ্বিগুণ বেশি
ভাড়ার কারনে আমরা সব জিনিস পত্র দাম বাড়াইছি।
ডুমুরিয়া,কাটালতলা,চুকনগর,আটর মাইল,থেকে প্রতিদিনে বাজারগুলিতে আসছে
অধিকাংশ সবজি। এবার এলাকাতে বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে তুলনামূলক ভাবে
সবজির আমদানি নাই বলে সবজি বিক্রেতারা জানান। অথচ,খুলনা শহরের অধিকাংশ সবজি
বাজারে নজরে আসার মতন বিভিন্ন প্রকার নতুন সবজির আমদানি দেখতে পাওয়া যায়।
নতুন বাজার এলাকার ভুক্তোভোগী কামাল জানা, বাজারে সবজির গায়ে আগুণ লেগেছে।
আমাদের মতন সাধারণ মানুষদের জন্য বাজার করে খাওয়া ক্রয় ক্ষমতার বাইরে। যে পটল গত দুইদিন
আগে কিনছি পঁচিশ টাকা কেজি সেই পটল আজকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিউমার্কেট বাজার থেকে এনামুল বলেন, মহামারী করোনায় বারবার লকডাউন দেওয়ার কারণে
মুদি ও সবজি ব্যবসায়ী সুযোগ পেয়ে বসেছে। কাঁচা সবজির পাশা পাশি দাম বেড়েছে
চাউল, ডাল, তেল, আটা, ময়দা, চিনি, পেঁয়াজ, রসুন, আলু, চা পাতা, হলুদ, লবণ সহ সব
মসল্লার। এমনকি শুকনো খাবার বিস্কুট, চানাচুর, চকলেট, পাওরুটি, কেক ও বেকারী
সামগ্রীর। রূপসা বাজার এলাকার মুদি ব্যবসায়ী মো: আবু হোসেন নিকট নিত্য
প্রয়োজনী পণ্যের দাম বারার কথা জিজ্ঞাসা করলে সরা সরি তিনি জানান।
আমাদের বড় বাজারের পাইকারী বড় ব্যবসায়ীরা গুদামে মাল মজুত করে রেখে আমাদের বলে মাল
নাই মালের দাম বাড়তি। আর আমরা তো ছোট দোকানদার খুচরা বিক্রি করি খরিদ্দার
ঠেকানোর জন্য নিরুপায় হয়ে বাড়তি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে, যাঁর কারণে আমাদেরও
খুচরা খরিদ্দারের কাছে বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রয় করতে হয়।
খুলনা বড় বাজার অনুসন্ধান করে জানা যায় প্রতিটি পাইকারী ব্যবসায়ীদের মাল মজুদ করে
রাখার জন্য তিন চারট করে গুদাম আছে। আর প্রত্যেক ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণে মালামাল
গুদাম জাত করে সরকারী পণ্য তালিকা উল্টিয়ে রেখে অধিক
মুনাফায় বিক্রি করছে।
একাধিক অভিযোগ সূত্রে প্রকাশ পায় খুলনার বড় বাজারের অসাধু পাইকারী ব্যবসায়ীরা
সিন্ডিকেট করার কারনে প্রতিটি পণ্যর দাম বাড়চ্ছে। অপরদিকে সরকারের পক্ষ থেকে জানানো
হচ্ছে দেশে পর্যাপ্ত পরি মাণে খাদ্য পণ্য মজুদ থাকা সত্বে ও দ্রব্যমূল্য অস্বাভাবিক ভাবে
প্রতি নিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত দুই দফা লকডাউনের মধ্যে খুলনা জেলা প্রশাসনের
পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট র‌্যাব, পুলিশ ও বি,জি,বি কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের
মাধ্যমে কতিপয় কিছু সংখ্যক বড় বাজারের পাইকারী মজুদ ব্যবসায়ীদের জেল জরিমানা করলে ও
থামানো যাচ্ছে না তাদের। জেলা প্রশাসনের অভিযান শেষ হতে না হতেই আবার ও চলছে
রমরমা সিন্ডিকেট ব্যবসা।